একলা ছিলাম নদীর ধারে, কবিতার সাথে
একদল বুঝল না, ভাবল টাকা গুনছি
খুব মারল...গালি দিল, অভিশাপ দিয়ে ছিনিয়ে নিল
বড্ড অন্ধকার, পাতায় তো কবিতা ছিল
ভালোবাসার, ছেলেরা ভাবল সবটাই কুয়াশার...
কবিতা লিখি বলে হাসি মস্করা করল,
ফেলে দিল খাতা,
.
আমি চুপ, কাঁদিনি, বিশ্বাস রাখি
ঐ কবিতাই একদিন কাঁদাবে তোমাদের
কাগজের নৌকোই জাহাজ হবে,
খুঁজে পাবে আমি বলে কিছু নেই...
সবই প্রকৃতি পুরুষ,
ঈর্ষা-অহম-বুদ্ধি-মন সবই প্রাণদেবতার
নোংরা শব্দরাও আপেক্ষিক, বায়ুর মতো
একটু মানুষের আলো চাই, হোক বোধন
মানুষের...
.
রাস্তায় জন্ম দিলো মানবী- নতুন দুর্গার...