আমি তো ঘরেই আছি।
কিন্তু তুমি নেই
এই শরতে।
এই শরতের শাড়ির দোকান ভর্তি
তুমি নেই...
অথবা,
তুমি আছো সর্বত্র...আমি দেখতে পাচ্ছি না।
আসলে আমি তো আর নেই...