কাশফুল কলিং, শিউলি স্মাইলিং
সেলফি জোনে তুমি একা নয়,
আমিও আছি অজুহাতের মেঘে
মনের শরতে পেজা পায়েস
আর
মেহফিল মাতিয়ে দেওয়া
ঘুঙ্গুর আলতা, লাল পেড়ে
নামছে পাড়ায় অঞ্জলী দিয়ে
হপিং শপিং শেষ, ফুল্টু আড্ডা
পাঁচদিনের প্রেমে কাটুক শিশির রাতটা
পায়েতে ব্যথা ফোস্কা, ফুঁচকা আছে
কত আলোর জোনাকি রয়েছে গাছে
...
ধ্বংস হয় না কিছু সৃষ্টি হয় নতুন সুর
কিউট দুর্গার সাথে সিক্সপ্যাক অসুর
বাঙালির পেরিয়ে আসা প্রভাতে শরৎ
নস্টালজিয়া বন্ধু মিলনে কলিং ভারত