চোখে ঘুম, পায়ে ব্যথা
ভোরের আলোরা স্পষ্ট হচ্ছে
দুধের গাড়ির ক্রেট রাস্তাময় সাজানো
কাগজওয়ালারা সারকুলেশন বাছাইয়ে ব্যস্ত
মর্নিং ওয়াক ও ঠাকুর দেখা চলছে
আবর্জনা থেকে বেছে নিচ্ছে লোকটা
বিক্রি হলে পেট ভরবে
ঘুম ভাঙছে কলকাতা
উদযাপন মাঝে ঘুমাচ্ছে রাস্তার শিশুরা
শ্রমিক শিশুরা তৈরি হচ্ছে
নতুন দিনের ভেপু
কারওর আবার সেলফি
ষষ্ঠীর ডিজাইন প্রস্তুত বোধন দিনে
কলকাতা নিচ্ছে অন্য পুজো চিনে