মোয়া খাওয়ার পরে
গুটিয়ে নিয়ে এসেছি ঘরে
মোয়ার মতো শীত
কবিতার এ সংসারে।
ছন্দ কতটা মেলে
গরম চায়ের কাপে,
জেগে ওঠে জল
কান্না হাসির মাপে।
নরম সকাল কখন
গ্রাস করবে যন্ত্রণা,
বড়দিনের মাঝে
লাল কেকটা মন্ত্রনা।


কেবলই চুলের মাঝে
পার্ক স্ট্রিট জাগে,
চুমুর আগে বড়দিনে
পৌষের ফাগ লাগে।


মোয়ার স্বাদে আজও
বাবা গন্ধ মাখা,
পুরোনো চাদরেই তো
আসল ভালো থাকা।
কেমন করে আজ
পৌষ পার্বণের পিঠে,
সাজিয়ে দিলে ঘরেই
টিভি ওটিটির সীটে,
যতই যা করি
তোমার হাতের স্বাদ,
লাজবাব বললেও
কম সব প্রবাদ।


শীত নামলে পৌষেম্বর
বড়দিন নামে, মজাম্বর,
ডিসেম্বরের আনন্দ জীবনেরই মতো,
নতুন বছরে মিটুক অনন্ত সব ক্ষত।