বাংলাভাষায় দম্ভ করব।
দৃপ্ত কণ্ঠে বলব
আমরা পারব।
আমরা পেরেছি।

তারপর আবার ঘুমাবো।
এক বছর অপেক্ষা,

বাকী ৩৬৪ দিন
কেন দূরে সরে যাচ্ছি
প্রাণের ভাষার থেকে?