ইতিমধ্যেই আকাশ নদীর মতো স্বপ্নে


বহমানতার আড়ালে গোত্র কবিতার ভিড়ে


পেরিয়েছে নবজাতকের ঋণ, বড্ড প্রাচীন


সে হাসি। আজও বলা হয়নি, তোমাকেই ভালোবাসি...


সীমানাহীন সবুজ সকাল, রাত গহ্বরের হাসি কান্না


বাঞ্ছনীয় যত সীমানা, হারিয়েছে বুকের আড়ালে।


তুমি কেন আবার দাঁড়ালে। পাগল হয়ে যাবো


ভালোবাসার শেষে। তোমাকে নতুন করে বেসে।


কালোচুল, বড্ড ভুল, কাশের দুল, জুঁই ফুল


হেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। দেখছে দিদিমণি


দেখছে শহরের কুয়াশা পেরিয়ে আকাশমণি, কোণী।


লড়ে যাও সাঁতারের জীবন মই বেয়ে


ঘেঁটে দাও হাসি তুলে গ্যাস বেলুন চোখ


প্রতি জন্ম, মৃত্যুর অঙ্গীকার, তোমায় ঘিরেই হোক।


আকাশ কখনই নদী হতে পারেনি, সমুদ্রস্নান করেছে


কবি হওয়ার ইচ্ছেরাও অস্তগামী।


আগামীর চাঁদ বলছে সূর্য উঠবে নদী হয়ে


পুড়িয়ে দেবে পুরুষকে আগ্নেগিরির লাভায়।


নারী আভায়। কবিতাদের তখন কে থামায়, থামায়


বড্ড অন্ধকার লেগেছে চিবুক জামায়, থানায়


এসব পড়ছিল পৃথিবী সংবাদপত্রের পাতায়


প্রকাশিত দুর্ঘটনায় পাঠার মাংসে লেগেছে


ষাটের দশকের কিছু লাইন, সাইন, সানসাইন


বড় ফাইন, ভ্যালেন্টাইন, আউট অ্যাট নাইন।


সব ফেরার আগে প্রস্তুতি নিতে হয় গোলোকধাঁধায়...