বসে আছি, ফুল গাছের মুখোমুখি।
এখন দরিদ্র জীবন
জেগে ওঠে সূর্যবসতির সামনাসামনি।

জীবন কতটা দরিদ্র হলে
মানুষ হয়ে উঠি চেতনায়।

আজ চাঁদের সামনাসামনি।
আধ খাওয়া চাঁদ।

জীবন শুধু পূর্ণিমা নয়
অমাবস্যা লুকিয়ে থাকে
বৃত্তবৃক্ষের পৃথিবীচোখে।