জীবন বহমান,
অনেক কষ্ট স্রোতের মত
বয়ে চলে আয়ুস্মৃতির মতোই।

জীবন বসে যায়
ঘুম জাগা রাতের আবহে।

এসো, যত্নে রাখি, নতুন প্রভাত।