ধুঁকছে শহরের শিরা উপশিরা
অনেককাল খাসির মাংসের স্বাদ
পান্তার আড়ালে ঘুমিয়ে ক্লান্ত,
কুচিফুলের তারাদের মায়ায়
গ্রন্থিত নতুন বাসার অপূর্বক্ষণ।


অপূর্বরা হেঁটে যায়
সিনেমার ভিতর দিয়ে সৌন্দর্যে।
কল্পনার পেনসিলে তুমিও মোনালিসা।


রোগগ্রস্ত চাঁদে গ্রহণ
সূর্যকে বলো বালিশে নতুন গন্ধ
এ গন্ধ কস্তুরি মৃগের নয়
প্রকাশিত বিকেল গাভীর।