রোদ্দুর উঠেছে চোখের জলে,
স্মৃতিরা জ্যান্ত, কথাও বলে।
চুল্লীর তাপ কেন স্পর্শ করি,
আদ্যপান্ত হতে চাই সংসারী।
বন্ধুকেই খুঁজি, বন্ধুত্বই খুঁজি
কবিতা ছাড়া নেই কোন পুঁজি।
ছন্দরা অছন্দের মাঝেই সুখী
রোদের আড়ালেই মেঘের টুকি।
ছাইপাশ লিখেছে গরুর দল
মৃত বন্ধু একবার কথা বল।
এভাবে ভাসিয়ে চলে গেলি
জীবন এমনই ইচ্ছামতি কুহেলি।
নৌকো দূরে, মাঝি মনে বাস
এখনও হাসছি, প্রশ্বাস নিঃশ্বাস।