শহরে রাত নেমেছে, রাতে শহর ভিড়ঢেউ


প্রতি-মা ভালোবাসলে ভাসাবে তোমাকেও।


প্রতিমার সামনে সেলফি নয়, নিজ মা স্পর্শ


জন্মদাত্রীকে বুঝতে শিখলে, আদিম সে হর্ষ।


নগর এখন লেড লাইটের, তুমিও বিউটি


হপিং প্যান্ডেল ও সর্টিং রেস্তোরা ডিউটি।


পুজো এলে নতুন করে খুঁজি বুকপকেট


চাঁদে পাঠাবোই একটা প্রেমের রকেট।


কোটি কোটি কবিতা থাকবে, আর দুগ্গা


এনআরসি থেকে নারদা নই তো চাটগা।


আমি কেবল জ্যামে দাঁড়িয়ে গড়িয়াহাটা


লেকটাউন থেকে সাউথ সিটি, হাতিবাগান


মোমো, চাউমিন, এগ রোলের ভর্তি গন্ধ,


এ বছর টালা ব্রিজটা, প্লাস্টিকের মতো বন্ধ।


বাবাকে মনে পড়ে, মহালয়া টিউনেই থাকা


নীলকন্ঠ নামছে কলকাতায় কৈলাশ যে ফাঁকা।


ভুল হয়ে যাওয়া ক্লিশে শৈশব খোঁজে পরি


ফিরছো ঘরে, বলবো তোমায় একবার সরি...


বাকি কটা দিন প্রেম চাই, বন্ধুদের সাথে আড্ডা


ডাকছে কোল্ডড্রিংক্স, ম্যাডাক্সস্কোয়ারের মাঠটা।