বৃষ্টি নামলে নদীকে পুরুষ মনে হয়।
আগ্রাসন হারিয়ে দেয় ঝি ঝি ডাককে
এলো চুল তখন মাতাল করা শহরপথ।
নিয়নের সামনে দিয়ে দৃপ্ত বৃষ্টি সুখ
দেখতে পায় অদূরের পরি, ভিক্টোরিয়া।
মুমতাজের তাজমহলের পায়ে
নেমে আসে মুঘল সাম্রাজ্য।
নারীরা দশভূজা বা দুর্গাই নয়
সংসারের অন্তজ রূপকার।


রূপকথা পেরিয়ে বাস্তব স্রোতভরসা।


নারী আসলে কত পুরুষ
তা স্পর্শ করতে হলে ফিরতে হবেই ভ্রূণকাব্যে...