পাহাড় শেষেই ঝরনা, নদী ছুঁয়ে সমুদ্র হয়।
তাবলে আমি কি আকাশ স্পর্শ করব না সময়...
দীর্ঘকাল অতৃপ্ত মরূভূমির অভিশাপে
কালো পুতুলের মতো অবস্থান করছি।


তোমার ঘৃণা কি ভালোবাসায় রূপান্তরিত হতে পারবে না।
আর তুমি কি বুঝতে পারবে না
কেন আমি আজও পাহাড় হয়েই দাঁড়িয়ে।


ঐ সমুদ্রজল আবার কুয়াশা পেরিয়ে মেঘ হবে
কাদা বৃষ্টি বা মেঘ ভাঙা আমার গায়ে বয়ে গেলে
কেউ কেউ বলবে কেদারনাথ এবারও রক্ষা পেলো...