রক্তমাখা আয়ুদেশ। কান্নার কাদা গায়ের অলিগলিতে—
বড্ড জেহাদি হয়ে উঠেছে বনসাইয়ের স্বপ্নরা।
প্রতিবাদের শহরে কুয়াশা লেগেছে অক্সিজেনে।


অবোধ্য এক অপত্য জন্ম নিচ্ছে রাতজাগা ভোরে।
ক্লিশে ভারতবর্ষের ধমনীতে শিরার গন্ধ
মুখের গহ্বরে একবেলা দাঁত মাজার ঘ্রাণ
খুশকি চুলে রবীন্দ্রনাথ খুঁজে পাচ্ছে না লাবণ্য...


অমিত তুমি পাইন বন খুঁজে পাচ্ছো না সাধুভাষায়—
ট্রেনের কামরাতে মুক্তপ্রেম বড্ড অপ্রতুল।


এখন হেঁটে চলেছে হকারের মতো শ্রেষ্ঠমন্ত্রী
খবরকাগজের শিকলে। শিকড়ে অশিক্ষিতের হাসি
হাজার হাজার টাকার মাঝে ডুবে যাচ্ছে নায়ক।


আজ দুপুরে উত্তমসুচিত্রার সিনেমা দেখতেই হবে
কতদিন সিরিয়া, বাবরি, গোদরা, রক্তদিল্লি দেখবো?