হাঁটার পরে ভুলেছো সাহিত্যপথ, গোপন সংগ্রাম।
অন্যের পাঠানো শুভবার্তাকে নিজের ভেবেছো, অহেতুক
বাহানা ভেবেছো ফাঁসির মঞ্চকে। ক্ষুদিরাম তবু জীবিত
আর তোমার কাব্যগ্রন্থ, রচনাবলী খাদ্য কীটের।


কীটনাশক খেয়েছি বলেই আমাকে অসুর বলে না কেউ...


আমি এখন আরশোলার সমগোত্র। অস্তিত্বরক্ষার লড়াইয়ে
প্রতিদিন সংগ্রামের হাতিয়ার করছি বড়চর্চাকে।
অর্ধমৃত বাংলা ভাষার রাজনীতিতে জেগে উঠছি, অহর্নিশ।
অবিশ্রান্ত। খেলিয়ে লিখতে শিখব না, আর...
টাকা দিয়ে মন নয়, পেতে গেলে মন দাও হুগলীস্রোতে...


আসলে রাজনীতি সত্য। বাকিটুকু মিথ্যা। বড্ডরকম ক্লিশে...