মৃত্যুর চেয়ে শুভ কিছু হয় না,
নড়ক জন্মের মতো মানুষ-প্রাণ
জেগে ওঠে পদ্মপাতার রাতে।
ভোর হওয়ার আগেই
না পাওয়ার বিদায় মিষ্টি
ঢেকে দ্যায় বিষাদপাহাড়।

এভারেস্টের থেকেও উঁচুতে
বেহুলা বা অন্য নারী
একদিন দুর্গা হয়ে উঠতে পেরেছিল।

কতটা অসুর হতে পারলাম
এই নড়ক জন্মে!

ঘুষটুকুই সম্বল করে পেশার চাকচিক্য
উপায়হীন এক বাংলায়
দেখে চলেছি উৎসব।

সকলে আধ পেটা খেয়েও ভালোবাসছে
মৃত্যু জীবন ও না পাওয়া চাকরি।
বইয়ের স্টলে রাজনীতির রং লাগাচ্ছে চোখ...
কলমের দল ভাতা পেয়ে, চুপ করে খাচ্ছে বিরিয়ানি।

মৃত্যুর চেয়ে শুভ কিছু ছিল না
মৃত্যুর চেয়ে শুভ কিছু হবে না।