রথের সাথেই ছবিমুখ এগিয়ে আসে।
কত স্মৃতি। ছোটবেলা।
নকুলদানা, বাতাসা, এক টাকা
থালা বাজানোর নিয়মগুলো
এখনও কানে বাজে।


বর্ষাকাল, ছাতা ভাঙা ঝড়
মেলার সেই জিলিপি, পাপড় স্বাদ
জেগে ওঠে।


গুরুজনের মুখ
বদলে বদলে যায়,
জেগে ওঠে সুন্দর আকাশ।


জগন্নাথ নয়, রথের স্মৃতিতে
আজ হারিয়ে যাই না
অমৃতে।