চোখ বেয়ে আদর নামলে
জেগে ওঠে কাঞ্চনজঙ্ঘা।

এভারেস্ট নয়
আজ ভাসবে সমগ্র বিশ্ব।

জন্ম নেবে অর্পিত সত্য,
এগিয়ে আসছে প্রকৃতি।

অর্পিতা।

জঙ্গলযাত্রা মাঝে রমণী,
আর আমি তখন বৌদ্ধ।
পাহাড়ের ধ্যান...