কিছু ধূসর বিকেলের নৌকোতে, আবির যুগল চাপিয়ে কলকাতার রাস্তায় ছেড়ে দিতেই, পলাশ ছায়া হয়ে উঠছে কোয়েল ডাকে। যন্ত্রণার ঢেউ পেরিয়ে, নীরব শান্তির জ্যোৎস্না স্পর্শ করছে সম্মেলনের মঞ্চ। আমিও বাঁশি হাতে কৃষ্ণ হতে চেয়ে কবেই চিল হয়েছি বালুপ্রান্তরের এদিক ওদিক।
লাল কাঁকড়া আর যতিচিহ্ন একসাথে মিশে যাচ্ছে তোমার চুমু গ্লাসে। রঙিন জলে কবিতার অক্ষর ঢুবতেই তুমি আবিস্কার করলে নতুন পৃথিবী।
জ্যোতির্বিজ্ঞানীরা বড্ড বোকা, মঙ্গল যান থেকে চন্দ্র যান এসব বড্ড পুরোনো। আমার পথ একটাই ঋতু যান।