গুছিয়ে রাখা সবুজ হাসি ছড়িয়ে দিলাম আজ
কাশফুলের গন্ধহীন শিউলি মাখা এয়েসাস
সব তোমার জন্য, ভালোবাসা, পুজোর গন্ধ মাখে
জীবন আসলে তোমাকেই যেন হাসি-খুশি রাখে।


অবাক হয়ে যাই কিভাবে আজও
পথ হেঁটে চলে রেললাইনের মতো দুটি হাত
সঙ্গমেই দেখেছিলাম সূর্য পাখির প্রভাত।


মন জানে শুধু,
এ জমিন কেবলই ভালোবাসার হাসি
তোমার মতো আমিও মন, আলোকপ্রত্যাশি


স্বার্থহীন ভালোবাসার বুকে লেগে থাকে ঋতুযান
ভালোবাসার জন্য কিচ্ছুটি করব না প্রমাণ


শুধু বেসে যাবো ভালো, ভালো দিনের হাসি
খুঁজে নাও ঠোঁটের নরম, আমার সর্বস্ব পিয়াসী...