কবিতা লিখতে বসলে ফোন আসে।
ফোন ঘুমিয়ে থাকে বলে
নারীশক্তির মতো--
ফোনকে অবহেলা করো না।

আলোর সামনে দাঁড়িয়ে
কবিতাকে ছায়া দিও,
চাঁদ ঘুমালে সূর্য উঠবেই
না চাইলেও তপ্ত করবে।

কবিতাটি শীতল হয়ে উঠছে
নারীর ধৈর্যের মতোই।

কবিতাকে এতকাল তুমি পুরুষ ভাবতে?