দু মুঠো ছাই কেবল আমার ঠাই
তবু আমার আমার বলেই ভুবন মাতাই।


মৃত্যুর ধ্বনি শুনতে পেয়েছি বলে
এসবই মাথার ভিতর ফিরে ফিরে আসে
যাতনা কলতানে মৃত্যুই আবার
সহজাত কবি আগুনকে ভালোবাসে।
বৃথা পৌরুষ, বৃথা সম্পত্তির হিসাবনামা
পাগল, কৃষ্ণ বল, বাকি সব থামা, থামা, থামা...


সমর্পণ করতে পারলাম আর কই—
ভালোবাসি প্রিয়া, তোমার কথা ভাববই...