ঘর পরিষ্কারের সময় এসেছে, চৈত্রবাসায়।
ফেলে রাখা স্মৃতিরা বড্ড নোংরা, আমারই মতো ক্ষত
ফেলে দিয়েছো পুরোনো জামা জুতোর সাথে ভ্যাটে...


ঠিক না থাকা নতুন প্রেমের সানগ্লাসে লেগেছে রং।


ভোট থেকে সাহিত্য জোট এড়িয়ে মলের তিন তলায়
দুশো টাকার ক্যাপেচিনো খেতে খেতে গীটারের দল
কখনও তোমার রাগ মুহূর্তের ভালোবাসা, বুঝতে চায়নি।
ভালোবাসার ঐচ্ছিক রেখা পেরিয়ে সেল্ফি নিয়ে ফিরেছো,
নতুন জামা, ট্রায়াল রুমের ছবি, ম্যাগে প্রকাশিত ভুল বানান
তোমায় সুখ দিয়েছে, সাহিত্য থেকে সাহিত্যিকের,


দায়িত্ব নিয়ে ঘুমিয়েছো রাতে নাক ডেকে।


তবু সকালে বিষাদ গ্রাস করছে মেঘ ফালি রাস্তায়
অরণ্যের সবুজ জীবনে।
জীবন মানে ধূপ জেনেও লিপস্টিক আর মাস্কারা


দূরে চাঁদের গর্তে চিবুক ফেলে দিয়েও সুখী তো সময়লীনা...