সম্পূর্ণার কথায় আমিও গোলাপ সেজেছিলাম
আস্তরণের সব শেষে হেঁটেছি রাজদরবার জুড়ে।


মধ্যপ্রদেশের মেদ জমেছে অনেক বছরে
সম্পূর্ণার চৌকাঠে সংসার-ঘর আর স্বপ্নরা
বিখড়েছে এদিক ওদিক নৈঃশব্দে।


দেখা হলো কে.সি.দাসের উল্টো পাড়ে
সাদা চুলের রেখারা সোনালি
অনেক বেশি রঙ মাখা ঠোঁট, নীল আইলাইনার
সম্পূর্ণা কী চাইছে—এই ক্যানভাস নীলে...
বোঝার চেষ্টা আমিও করিনি।
ও যা বলতে চাইলো, তা তো বলতে পারেনি।


হোয়াটস অ্যাপ করেছিল।
আগুনের নোনাজলে ভেসেছিল ভূমধ্যসাগর...


এসব নিয়ে আমি আর কাব্য করি না,
সাজিয়ে রাখি গাছ-বাগান। মরশুমি ফুল।


কবিতা মালী হয়ে বহুজন্ম এমনভাবেই পাহাড় হবো,
পাহাড়িয়া এক অরণ্য...
© সোমাদ্রি সাহা 2020