চূড়ান্ত স্বার্থপর চশমা চোখ
নিজের ঘরে চলে যায়।
একা বসে থাকি বয়স হাঁটুর ব্যথায়।
বইয়ের গন্ধে, জ্ঞানে মাতাল
সে বোঝেও না, এদিকে চায়ের কাপ নয়
জীবন্ত দেবী বসে আছে,
দুর্গা হতে ইচ্ছা করে,
অসুর ভাবতেও মন চায়,
যাকে শিব মানি, কী করে তাকে-
অমরত্ব নয়,
এক জীবন আদর চাই
ভালোবাসা নয় আশ্রয় চাই
বই নয়, একবার ফিরে দ্যাখো
তোমার সংসারে সব আছে
সুখ নেই,
সুখ কী কেনা যায় উত্তর আধুনিকতায়
তাহলে এত নীরবতা থাকত না
চাঁদের দেশে।