কঠিন পৃথিবীর মাঝে মঞ্চ ছিল,
বক্তৃতা দেওয়ার উচ্চ কণ্ঠস্বর
উদাত্ত জনতা ও বৃষ্টির মাঝে
এসপ্লানেডের কেসিদাস, ঘড়ি।
মুখোশ ও মুখের আলিঙ্গন অমর,
তার মাঝে প্রেমিক হৃদয়, ভেজা চুল
না বলতে পারা কথারাও লুকিয়ে।


একবার মঞ্চে উঠতে পারলে, ভিড় এড়িয়ে
বলতাম, তোমাকেই চুমু খাবো,
হোক না শহীদ মঞ্চ, হোক না হাইজ্যাক দল
রাজনীতির মিথ্যা প্রহশন ও টাকা রোজগার
এসব পেরিয়েও একটা প্রেমিক মন
শুধু ঐ চোখের জন্যই বেঁচে, আদিমকাল থেকে।


এসব কঠিন পৃথিবীতে মিটে গেলে
আসব ধর্মতলায় আবার।
মঞ্চ নেই, মুখোশ নেই, মুখ নেই
শুধু তুমি আর আমি গিয়ে দাঁড়াবো
ঐ সিইএসসি বিল্ডিংয়ের ওখানে।


একটা নাইন এ বাস চলে যাবে,
আমরা তাতে উঠব না,
ওখানে দাঁড়িয়ে তোমায় গোলাপ দিয়ে
বলব চলো বাবুঘাটে যাই।


তুমি এসবের পরেও আমাকে চড় না মেড়ে
হাসবে, লজ্জা পাবে, রাজনীতিহীন হেসে বলবে
জিন্দাবাদ, চুমু জিন্দাবাদ।


এত লোকের মাঝে, ভিড়ের কঠিন পৃথিবীতে
দীর্ঘ চুমু খেতে একবারও না করব না,
চুমুই খাবো, সত্য চুমু,
যেখানে থাকবে না রাজনীতির মিথ্যা প্রহশন।