দূরের ডানাস্বপ্নে ত্যাগের পাখোয়াজ
জানান দ্যায় অনন্তদিনে
জেগে ওঠা রাশিচক্রের সীমান্তে
একরাশ জীবন্ত ভাবনার পরিচ্ছেদ
অপেক্ষা করছে প্রাচ্যে।


সীমান্তের অরুণাশীষ মাখা বলাকা
নৌকোর জ্যান্ত মাছ
খুঁজে নিচ্ছে অন্য বসন্ত।


মাংসের গন্ধে, চিংড়ির সুবাসে
মেতে উঠছে ইলিশ উৎসব।
উৎসব জেগে উঠতেই
জীবন্ত চিল, কচ্ছপের খোঁজে
স্মৃতি হয়ে বসে কোন মায়াবী মন্দিরে।
শোনা যায় শঙ্খ ও ঘন্টা ধ্বনি,
মায়াবী সে গ্রাস করছে তখন জিবাংশুর অস্তিত্ব।