ধীরে ধীরে জেগে উঠছে সাম্রাজ্য।
বরফ কেমন যেন
গলেই চলেছে, ভেসে যাওয়া নিরুদ্দেশে।
কঠিন, বড্ড কঠিন হয়ে উঠছে
এই বেঁচে থাকা।


তবু তো বেঁচে থাকি,
নিশ্চিন্তে ঘুমাই।


বাইরে বরফ আর ঘরে হিটার
মাঝে বেঁচে আছি, বেচব না নিজেকে।