সবই মায়া, তীরবিদ্ধ দেবব্রত
অভিমন্যু জন্মাচ্ছে শত শত,
পুরাতন প্রেমও ধ্বংসকারী
বাঙালি নস্টাল করে বাড়াবাড়ি।

কী আগলে রাখছ? এই শরীর ছন্দ
রথের চাকায় মিটুক জন্মের দ্বন্দ্ব।
মুক্তির ফরমায়েশ এবার বইয়ের পাতা
জীবন এমনই, উড়ে চলে স্বপ্নীলরতা...