বাবার মৃত্যুর পর কবিতা রোগ হয় আমার।


সে রোগ আজও আছে, পাড়া-প্রতিবেশি হাসে...
‘কটাক্ষ ব্যাগ’ সেতু থেকে ফেলে দূষিত করেছি গঙ্গা।
তবু মনে হয় কবিতা ছেড়ে দিতে পারি—
যদি তুমি একবার ভালোবাসো, একবার।


ভালোবাসার জন্যই কবিতা লিখেছি এতোকাল
একবার তা পেলে—আমি ফিনিক্স হবো।


ব্যক্তিগত ভাবে নাই বললাম, অজানা উপত্যকায়—
সূর্য সাক্ষী সিঁথিতে লাগিয়ে দিচ্ছি কবিতা সিঁদুর...