সময় কমে আসে জীবনের কাছে,
আনন্দ মাঝেও চুমু জেগে আছে।


বিশ্লেষণের খিল্লি কতটা কঠিন জ্ঞান
না জেনেও জানা, আসলে বিদ্যান।


সত্যজিৎ কতটা জানে, আমি জানি বেশি
তোমার শান্তি নেই, চলছে কেবল এসি।


সময় যেমনই হোক, সময় নেই আজও
বাঁশ কাঠি বাঙালি, নেই কোন কাজও।


ভালোবাসার আগে দাঁড়িয়ে থাকে চুমুরা
অনেক না পাওয়াতেই জন্ম নেয় নদীরা।