বছর বছর পেরিয়ে যায়, বছর তো সংখ্যা
ভালোবাসা কাকে বলে! বুঝলে লবডঙ্কা।


এখন আবার সদস্য নতুন, সকাল বিকেল নেই
একেই বলে সংসার, তিনজনে আছি সুখেই।


ভালোবাসার সংজ্ঞা সে কী রবি ঠাকুরের লেখা
প্রেমের গানগুলো কেমন করে হয় সে দেখা!


এখন সব গুলিয়ে গ্যাছে, দশটা পাঁচটার লড়াই
আমরা মেয়ে, দুর্গারূপী, এভাবেতেই হারাই।


চারটি বছর কেটে গেলো, চল্লিশও হবে একসাথ
ফুচকা মাঝেই ঠান্ডা ছিল, লোকজনের সেই রাত।


গভীর রাতে সিঁদুর দান, কাছ বন্ধুরা পাশে
কত গল্প উপন্যাস হবে, শরত শিমুল কাশে।


দেখা হবে নতুন করে শপথ চলার পথ
কৃষ্ণ রাধায় চড়েছে বিবাহবার্ষিকীর রথ।


অনেক কুরুক্ষেত্র চাই, আদরও চাই ভারী
সামনে নিমন্ত্রণ, পছন্দ নতুন বেনারসী শাড়ি।


কিনে দিতে হবে না, শুধু একটিবার বলো দেবে
পাগলামিতে আমি মাস্টার, তখন কে আর নেবে!