শূন্যতার মাঝেও হাসিমুখ।
ভেসে চলা দেহ,
ফুলের অন্তরে লুকিয়ে থাকা জীবন,
খাদ্যের হাহাকারহীন নৈঃশব্দ।

বাঘ জেগে উঠছে আকাশে
শরীর নয় হরিণ হয়েছে স্বপ্নরা।

সোনা অশ্রু লেগে যাচ্ছে ধানে,
অমরত্ব পাচ্ছে হাসিস্নান।

ভেসে চলা দেহে সবটুকুই স্বর্গ,
জীবন সুর খুঁজলে
কে শুনবে পাখির কলতান!