অস্থির সময়েও লিখে রাখি কবিতা।
শান্ত দিনেও লিখি।
বন্যার তীব্র জলসঙ্কটে
সে সব নষ্ট করব বলে
প্রস্তুতি তো অনেককাল।

সোনার কেল্লার দেখার স্বপ্ন
ছোটবেলায় যখন পেয়ারা গাছ লাগিয়েছিলাম
ঠিক তখন থেকেই।

আজও পেয়ারা গাছটা রয়েছে।
সেখানে পাকা পেয়ারা
আমি জমিয়ে রাখি কবিতার খাতায়।
খাতার প্রতিটা পাতাই
একদিন গড়ে দেবে সোনার কেল্লা।