ট্রেন চলে গ্যাছে কখন
নীরব স্টেশনে কুকুরদের সাথে বসে,
শ্রমিক বলেই মনে
জীবন্ত স্বপ্নদের একা একাই পোষে।


ট্রেনের নিশানা নেই
চারিদিকে নিস্তব্ধতার মাঝে পাখি ডাকে,
জীবন এমনই হয়
শ্রম করলেও অনিচ্ছারা হলুদ আলোয় থাকে।


অজানা মনের নদী
জেগে ওঠে, কখন ট্রেন আসবে সন্ধ্যারাতে,
সময় শিখেছে অধিকার
আদায় করে নিতে হয় অরাজকতার সংঘাতে।