১.
ট্রেন থেকে নামলে দামী পারফিউম ম্লান
নোংরা প্ল্যাটফর্ম জানে বড়লোকের গান।
২.
না খেলে কেমন করে লিখবে ট্রেনের সত্য
জ্বর শহুরে ট্রেন লাইনে, খেয়েছ তো পথ্য।
৩.
ক্যাপসুল আলুর স্বাদ ফেলে এসেছি স্টেশনে
কেরোসিনের কত দাম হয়েছে রেশনে?
৪.
টিন চালের শব্দ ট্রেনে, দুলতে দুলতে ম্লান
কী করে ভুলি, হলুদ বাল্ব, চায়ের সে টান।
৫.
কাদা জল মাখা স্টেশন, গন্তব্য বড্ড চেনা
কল্কা পাঞ্জাবিতে লেগে, মানুষ হওয়ার দেনা।
৬.
সংসার করা শিল্প, সিগনাল মানা চালক
সম্পাদকীয়র কাছে আমরা নিতান্ত বালক।