আলো লেগে থাকা সূর্যে,
জেগে ওঠে অরণ্য জ্যোৎস্না।
নদীর আবহমান স্রোত পেরিয়ে
স্পর্শ করো ধর্মের সনাতন যজ্ঞ।
গভীর নীরব, একাকীত্বের মাঝে
জন্ম নিতে থাকে
আদি কালের মহারূপ।


চাঁদের আলোয় বিষাক্ত নীল
ক্রমশ ম্লান হয়ে যায়
সভ্যতার রক্ষার্থে।


জন্ম নিচ্ছে নতুন সকাল,
নতুন ভালোবাসা,
নতুন জীবন বিজ্ঞান।


এসো সম্বোহিত হই
নাগরিক সভ্যতায়,
শিবস্তবে।