এই বয়সে এসে শুভেচ্ছা শুনলে
বুকের বাম গলি দিয়ে
প্রজাপতি নয়,
রবীন্দ্রনাথ হেঁটে যায়।
আকাশ জুড়ে জেগে ওঠে
সম্পূর্ণ শান্তিনিকেতন।
আমার পাঠাগারেও
ছাত্র ছাত্রীগণ বসবে...

নাহ বেশি হয়ে যাচ্ছে চাওয়াগুলো
ছোটবেলা আর বুড়োবেলা
এমন সোনালী হয়
পাখি হয়ে উড়তে থাকি
তিস্তা বা টেমসে।