হেরে গেলেও শেষ হয়েছে যুদ্ধ।
এখন চুপ করে
শুয়ে আছি জীবনের পাশে।
বারুদ, বউ, বই
সব বসে আছে এদিকে ওদিকে।
ভাবনার তেমন কিছু নেই।
যুদ্ধ শেষ।
শত্রু মিত্র সব মিলেমিশে
আছে এই মাঠে।
মাঠ নয়, বিস্তীর্ণ হাইওয়ে।
এখানেই রক্তরা শুকিয়ে গ্যাছে।
ইতিহাসের পাতায়
এখন কেবল ছবিচিহ্ন।


চুপ করে শুয়েও
এসব ভাবছি।


একটা কবিতা নয়
শুধু মানুষের কথা।