কেরোসিনের গন্ধ লেগেছে হাতে, এতবার ধুলাম...
বাড়ির চিমনি পরিস্কার করার পরে
এমনই হয়, সুখ দুঃখের অনতি দূরে বা কাছে।


গন্ধরা কমতে থাকে যশোর রোডে বৃক্ষ ছায়ায়
দূষিত অভিশাপ টেনে নেয় কাষ্ঠল হাসিরা,
অক্সিজেনময়, কঙ্গো বা আমাজনের মতোই।


এসো রবি ঠাকুর নয় আজ কমলেশ পাল শুনি
শিরদাঁড়ায় সংসার লেগে থাকলেও শুনবো।
যে নারী আত্মহত্যা থেকে ফিরে আসে
যে পুরুষ নারী হয়ে ওঠার স্বপ্ন দ্যাখে
যে নারী-পুরুষ রাধা-কৃষ্ণে ভেসে যায়
সক্কলকে নিয়ে আজ কমলেশ পাল শুনতে চাই...


গরমে জলনাগর দরকার, তুমি হবে প্রেয়সী
গল্প-কবিতা দেবে আমার ঠোঁটে
তাচ্ছিল্য-ভয়ের প্রতিবাদী দ্রৌপদী নয়
উচ্ছসিত এক ঋতুদার উৎসব চাইছি, ভীষণরকম।


কেরোসিনে পুড়ে যাওয়া শরীরও গন্ধ পেয়েছিল
কেবল আমি নিজের গায়ে আগুন দিতে পারিনি
আমার এখন কমলেশ পাল শোনা বাকি, অনেকটা কমলেশ...