শূন্য আত্মার চোখে দাঁড়িয়ে পাহাড়চূড়ায়
বরফ, অজস্র ক্লান্ত বেদনা নীরবতা।
এক নারী এগিয়ে আসছে, নিভৃত অঙ্গীকারে
এসে তুলে দিল অন্ধকার এক খাম...


চলে যাওয়া গদ্য কবিতার বোহেমিয়ান ছন্দে
লেগে রয়েছে আশার আলো,
খামের অন্তরে জীবিত গাছে লেখা—


‘ধার দিলাম এক পৃথিবী, পিতা।’