কোটি গল্পের আচিলে লেখা ক্লাইম্যাক্স স্বাধীনতা—


চোখের বৃষ্টিতে সাজিয়েছো নীরব জোয়ানের বুট
পাগলটা কুড়িয়েছে রাস্তার পতাকাগুলো
‘বাবু পাঁচ-টাকা’ গাড়িতে লাগিয়ে নিলো, জঙ্গিটাও...


তবু মন,
দিতে পারেনি স্বাধীনতার চুমু পাঁচ মাথার মোড়ে
ভালোবাসা অর্থের কাছে ক্রমে ক্রমে গ্যাছে সরে
বাসা আছে দেশ মায়ের, কথা আছে মুখে, হাসি
বলতে পারি না মা-বাবা তোমাকেও ভালোবাসি।


খেয়ালিয়া যত পাখি ইচ্ছা ডানায় উড়ে চলে আজও
কবিতা ছাড়া শেখেনি নীড়, নতুন দিনের কাজও...


স্বপ্নরা ডানা মেলুক নতুন ভোরে খোঁজে, ঘুম চাদরে
আদরে, নির্ভরতার সুখে, মুখে, হাসিকান্নার সুরে,


আমাদের ভারতবর্ষ সীমানাহীন প্রেমের কপোতি
এসো মন,
দূষণহীন যাপনে। ক্লান্তিহীন মাপ, ছাপ।
রেখে যাই নতুন আকাঙ্ক্ষায় পিচ রাস্তায় হেঁটে


নদীতে প্লাবন, মনেতে শ্রাবণ, হাতে ছোট্ট ইচ্ছারা
ভালোবেসে চলুক, উড়ে, মিটুক বারুদের মিথ্যারা...