একটা গাছ, বাঁচতে চাইছে পিচ রাস্তার প্রেমে
ট্রামলাইনটা ঢেকেছে বিজ্ঞাপনের থিমে, হিমে।


ঘাম নামছে শরীরে, শরীর নামছে চাহিদা-চোখ
আজীবন ভালোবাসার একাকী নেই কোন শোক।


শিক্ষাহীন এক শিক্ষায় আনন্দিত জুনিয়ারের দল
রানীহীন রাজত্ব ভুলে যায় ব্রেড ও ইচ্ছারই বল।


ভেসে চলে ভালো স্রোত লেখার মতো রাজনীতি
চিঠির শেষে লেখা হয় না আর প্রেমজড়িত ইতি।


নতুন নিয়মে চাহিদা মিটিয়ে ব্যালেন্স করাই শখ
না পরেই লাইক দিয়ে এই মাত্র চলে গেল ঠগ...


সম্মান নিয়ে ঐ গাছটাও সম্পর্ক স্পর্শ করে রোজ
জল দিও ভালোবাসায়, নিও কান্নাগুলোর খোঁজ।