কথকতার সুপ্রভাত বদলে যায় সীমারেখায়
তোমার ঘুম ভাঙা অভিধান—বসুন্ধরাকে খোঁজে।
সেই জারভেরার গন্ধ জাগানিয়া কবিতার ত্বক
অসুরের আর্তি মাখানো খাদ্য খাদক, হিসাবখাতা—
বলে যায় নীলপর্দার আকাশটা কেবল বসুন্ধরার।
বসুন্ধরার উচ্ছিষ্ট ঠোঁটে যৌনতাহীন অনুভূতি লেগে
বালির কয়েকটি কণা যেমন লেগে ভারতবর্ষে।
কবিতা হতে হতেও হয় না, স্পিনিং ট্রাকের গুগলিতে
আগেই স্টেপ আউট করতে হয় প্রেমের প্রোপোজালে
না হলে, লুকিয়ে রাখা প্রেমটুকু স্পিরিট হয়ে যায়, নিরামিষ


কেবল পাঠক ফিনিক্সের মতোই ভাবতে থাকে, প্রচ্ছদটা সুন্দর...