স্বপ্নের আগেও অন্ধকার পর্দা থাকে,
জীবন দীর্ঘ স্টেশন নয়
একটা ট্রেন যাত্রা।
স্বাদের হাত, দীর্ঘ অভিজ্ঞতার রান্নাগন্ধ
যাত্রা করা পথের স্মৃতি বাহক।

একদিন নামতেই হবে,
অনেকগুলো স্টেশন দেখার পর।

গায়ের তখন যাত্রার গন্ধ,
মৃত্যুর মতোই স্পষ্ট।