লাল কাপড় ও বুকে গীতাঞ্জলি
সহজ ভাবনার সাজানো পরিবার
আবার নামছে সিনেমার এই দিনে।

নতুন করে পরিবার, লাইট সাউন্ড
জেগে, উঠছে আলো হয়ে।

সহজ করে শুয়ে থাকা,
এগিয়ে যাওয়া।

সিনেমা বড্ড সহজ
জীবনের মতো, জীবনের পরেও।