দুহাজার কবিতা পুড়িয়ে হাত মুছে
শুয়ে আছি সূর্যমুখীর উপর।
অনেককাল এপিটাফের চারিদিকে
কাঠবেড়লী আসেনি ভ্রমে।
দূরে থাকা তারা খসার পরিবার
শায়িত বুদ্ধকে প্রণাম করেনি...


মংপুতে বসে যে মানুষটা
রবি ঠাকুর বুঝতে চাইছেন


সে পার্কস্ট্রিটের সিমেট্রিতে
আসবে না জেনেও
একটা গীতাঞ্জলি রেখে এলাম


কাঠবেড়ালী বহু জন্মে
বাংলা পড়তে শিখবে, তোমারই চোখে