কত কবিতা মুছলে পাগল হবে বৈরাগী
জীবন আসলে পরীক্ষার সংগ্রামী।

গাড়ি চলছে তুমি উড়ছো
নেতা চেঁচাচ্ছে ডালে,

নষ্ট কবিতার দিব্যি
জেগে উঠব জোনাকিরা সূর্য হলে সকালে।

শেষ থেকে শুরু
ভাবনারা তো লাস্ট লোকাল,
গরীবের কী বা আছে, টনিকই তো ভোকাল।