এমনই কালো বৃষ্টির দিনে
আমার মৃতদেহের সামনে
তোর একটা কবিতা
শোনাতে আসবি নাহ?


মৃত্যুর সামনে দাঁড়িয়ে
পাঠার মাংসের আটশো
দুহাজারের ইলিশের গল্প


অবাক করে শুনি।
মায়াবী বারিষনামা
গ্রাস করে আয়ুছাপ।
রবি গান গরীবের মৃত্যুর সম্বল।
সকলে তো স্টেজে উঠবে বলে
যাপন বেছে নেয় না।


আমার মৃত্যু অনুষ্ঠানই বটে,
মধ্যবিত্তের মরণ বলে কিছুটি নেই...